বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের বোনের মৃত্যুতে দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এম এ আজিজের সহধর্মিনী ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ছোটোবোন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর ফুফু এবং লন্ডন প্রবাসী বিএনপি নেত্রী তাসলিমা তাজের আম্মা মিসেস রহিমা আজিজ (৮২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তাঁর মৃত্যুতে পূর্ব লল্ডনে জাইমা পাঠাগারে ২৯,সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্য মহিলাদলের উদ্যোগে বিশেষ দোযা মাহফিলের আয়োজন করা হয় ।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব , যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, বাপ্পি খান , বিএনপি নেতা জসিমউদ্দীন সেলিম, ফাইটস ফর রাইটস ইন্টারন্যাশনাল এর আহবায়ক মোহাম্মদ রায়হান উদ্দীন , যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম ও সিনিয়র নেত্রী রিতু রহমান, বন্যা আহমেদ , রেখা হুমায়ুন , সুমি ইসলাম, কানিজ ফাতেমা,লুনা সাবিরা,নাসরিন হক , যুক্তরাজ্য বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা আখতার সিমলা,লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জামান , আইনজীবি ফোরামের সহ সভাপতি এডভোকেট নাসরিন এবং সাবেক এক্সিকিউটিভ কাউন্সিলার আয়শা আক্তার।

You might also like