বিকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আজ রোববার বিকাল ৫টায় নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে দেশের বর্তমান করোনা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।

You might also like