বৃটিশ বাংলা ওয়েল ফেয়ার ট্রাষ্টের অফিস পরিদর্শনে কমিউনিটি নেতৃবৃন্দ, কার্যক্রমের ভূয়শী প্রশংসা

গত ২ জুন বুধবার বৃটিশ বাংলা ওয়েল ফেয়ার ট্রাষ্টের অফিস এবং চ্যারেটি সপ পরিদর্শন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সেন্টার ফর স্যোশাল ডেভোলাপমেন্ট ইউকের চেয়ারম্যান হিদুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ, গ্লোবাল এই ট্রাস্টের ড. কামরুল হাসান। এসময় বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। উপস্থিত নেতৃবৃন্দ ট্রাস্টের ভূয়শী প্রশংসা করেন। এদিকে বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল করার জন্য’ জনাব মাহিদুর রহমান নগদ অর্থ সহায়তা করেন। বৃটিশ বাংলাওয়েল ফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং সার্বিক সহযোগিতা কামনা করেন ।

You might also like