বেংগল ট্রুপার্স ক্রিকেট ক্লাব UK এবং সিলেট এক্সপ্রেস ক্রিকেট ক্লাব UK পক্ষ্য থেকে আম্পায়ার জালাল আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের মাধ্যমে বেংগল ট্রুপার্স ক্রিকেট ক্লাব ইউ কে এবং সিলেট এক্সপ্রেস ক্রিকেট ক্লাব ইউকের পক্ষ্য থেকে আম্পায়ার জালাল আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান :
সাবেক আম্পায়ার মরহুম জালাল আহমেদের ছেলের কাছে ইংল্যান্ড ভিত্তিক ক্রিকেট ক্লাব বেংগল ট্রুপার্স এবং সিলেট এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের পক্ষ্য থেকে চেক হস্তান্তর করা হয় ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ডিভিশনাল ক্রিকেট সেক্রেটারি ফরহাদ কোরেশী, ডিভিশনাল কোচ মাহমুদ ইমন,বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সেক্রেটারি তাজিম আহমেদ,এজাজ আহমেদ। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ,বিশ্বকাপ জয়ী অনুর্ধ ১৯ হলের খেলোয়াড় সাকিব হাসান, বিভাগীয় ক্রিকেট দলের রিজভী আলম, সাদী প্রমুখ।