বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্য মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬ আগষ্ট বুধবার বাংলাদেশের প্রথম এবং পাক ভারত উপমহাদেশের মধ্যে দ্বিতীয় , তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্ম বার্ষিকী পালন করে যুক্তরাজ্য মহিলা দল। এই উপলক্ষ্যে পূর্ব লন্ডনের জাইমা পাঠাগারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলাদলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ফেরদৌসি রহমান সভাপতির ভাষনে বেগম জিয়ার বিশেষ অবদানের কথা তুলে ধরেন। এর মধ্যেঃ
১) খাদ্যের বিনিময়ে শিক্ষা এং বিনা বেতনে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করা।
২) যৌতুকের শাস্তি মৃত্যুদন্ড , গ্রামে গঞ্জে স্কুল প্রতিষ্ঠা ।
৩) সরকারী চাকুরীর বয়স সীমা বাড়ানো, বিধবা ভাতা প্রদান।

তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রত্যেক মুক্তিযোদ্ধাদের পদক প্রদান। ১৯৯৩ সালে রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবি স্মৃতি সৌধ নির্মান। মুক্তিযুদ্ধের চেতনা বাড়ানোর জন্য মন্ত্রণালয় গঠন এবং তাঁদের ভাতা ২০% থেকে ৬৬% বৃদ্ধি করেন। বেগম জিয়া শহিদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত দেহ পাকিস্তান থেকে দেশে এনে মর্যাদার সাথে কবর দেয়া এবং তাঁর নামে খুলনায় ষ্টেডিয়াম করা হয়। ২১ শে তাঁর অবদান। মুক্তিযুদ্ধ ছিল তার বিশ্বাসের অংশ অঙ্গিকার নয়।
আলোচনায় অংশ নেন নীলা হোসেন, আসমা আক্তার সাথী, আসমা জামান, বন্যা আহমেদ, শারমিন সুলতানা, রোকসানা আক্তার, তাসলিমা বেগম, নুসরাত জাহান, জেসমিন আক্তার।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন নীলা হোসেন।

You might also like