বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বিভিন্ন দল ও সংগঠনের
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যপরিস্থিতি বিষয়ে উদ্বিগ্ন সারাদেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসী বাংলাদেশীরা। বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন উদ্বিগ্নতা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন এর বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
এলডিপি, গণফোরাম, গণসংহতি আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, ইসলামী ঐক্যজোট, লেবারপার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা গ্রহণের দাবি জনাইয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুঁতেরেসে’র মুখপাত্র স্টিফেন ডোজারিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাতে বিপদের মুখে পতিত না হয় সে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমরা অবশ্যই আশা করব বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা সেবা যেনো নিশ্চিত করা হয়।