যুক্তরাজ্য জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

যুক্তরাজ্য জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জালালপুর ইউনিয়ন এর গরীব ও অহায় সবজি চাষিদের উৎসাহ প্রদানের জন্য সার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গত ২২শে অক্টোবর ২০২০ রোজ বৃহস্পতিবার বেলা ১.৩০ মিনিটে জালালপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুস্টিত হয়।
এতে সভাপতিত্ত করেন বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল চন্দ্র পাল এবং সভা পরিচালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব বদরুল ইসলাম জয়দু।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব তাফাজ্জুল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব শহীদুর রহমান শাহীন, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল বাসিত বাচ্চু, মতিউর রহমান সিতাব, জাহিদুল হাসান জগলু, জাকির হোসেন, মজম্মিল আলী সহ আরো অনেকে।
উল্লেখ্য প্রায় ৬৮ জন সবজি চাষিকে এ অনুদান প্রদান করা হয়। ধন্যবাদ যুক্তরাজ্য জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সবাইকে এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়ার জন্য।

You might also like