যুক্তরাজ্য বিএনপির গণ পদযাত্রা সফল করার লক্ষ্যে এনফিল্ড এন্ড হার্ডফোর্ডশায়ার ইষ্ট বিএনপির প্রস্তুতি সভা
রবিবার ২০ আগষ্ট, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে আগামী ২৯ আগষ্ট, মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সর্ব বৃহৎ গণ পথযাত্রায় সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির এনফিন্ড এবং হার্ডফোর্ডশায়ার ইষ্ট শাখা বিএনপি এক আলোচনা সভা এবং প্রচারণার লিফলেট হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ আহমেদ খলিল, পরিচালনা করেন মোঃ মাইন উদ্দীন মাসুদ, উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন সাহেদ আহমেদ চৌধুরী,আবদুল হক টুনু,আশিক মিয়া। হেলাল উদ্দীন, ফয়জুল হক,মনিরুজজামান, শফিক মিয়া,ওলি আহমেদ, সুমন চৌধুরী,রাজন,মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।