যুক্তরাজ্য বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে ইষ্ট লন্ডন মসজিদের সামনে লিফলেট বিতরণ
শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আগামী ২৯ আগষ্ট মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক স্পীকার কর্ণার থেকে ১০ ডাউনিং ষ্ট্রীট পর্যন্ত পদযাত্রা কর্মসূচীর ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। তারই ধারবাহিকতায় প্রচারণার অংশ হিসেবে শুক্রবার ১৮ আগষ্ট পূর্ব লন্ডনের ইষ্ট লন্ডনের মসজিদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয় ।
এতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সহ যুক্তরাজ্য বিএনপির ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী অংশ নেন । স্বাধীনতা সংগ্রামের সময় প্রবাসীরা যেভাবে হাইড পার্ক থেকে পদযাত্রায় অংশ নিয়েছিল সেভাবেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য বিএনপির পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক । যুক্তরাজ্য বিএনপির পদযাত্রা কর্মসূচীতে ১০ হাজারেও বেশী লোক হবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।
বিএনপির ডাকা পদযাত্রা কর্মসূচী শুধু বিএনপির না এটা পুরো বাংলাদেশী জাতির কর্মসূচী বলে মনে করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদের সালেহ ।