যুক্তরাজ্য বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য মহিলাদলের লিফলেট বিতরণ

এক দফা এক দাবী’ ” শেখ হাসিনা কবে যাবি” এই স্লোগান কে সামনে রেখে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ২৯শে আগষ্ট ২০২৩, অনুষ্ঠাতব্য হাইড পার্কের স্পিকার কর্নারে গণপদযাত্রা সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য মহিলা দলের উদ্যোগে পূর্ব লন্ডনের আপটন পার্কের গ্রীণ ষ্ট্রীটে লিফলেট বিতরণ করা হয়। যুক্তরাজ্য মহিলা দলের নেত্রীরা আপটন পার্ক ষ্টেশন, গ্রীণ ষ্ট্রীটের বিভিন্ন দোকানে এবং পথচারীদের মাঝে ব্যাপক প্রচারণা চালান। তারা সবাইকে যুক্তরাজ্য বিএনপির “মার্চ ফর ডেমোক্রেসি” এর গুরুত্ব তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন রুবিনা খান, নীলা হোসেন, আসমা আক্তার সাথী, আসমা জামান, বন্যা আহমেদ, শারমিন সুলতানা, রোকসানা আক্তার ও তাসলিমা বেগম।

You might also like