যুক্তরাজ্য বিএনপি প্রধান উপদেষ্টা জনাব সাইস্তা চৌধুরী কুদ্দুসের পদত্যাগ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যে গঠিত কমিটি থেকে সকল ধরণের সম্পর্ক ছেদ করলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা জনাব সাইস্তা চৌধুরী কুদ্দুস।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন –

“সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সম্প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে যে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে যুক্তরাজ্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি হওয়া সত্ত্বেও এই কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল হিসাবে আমি সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে, যেভাবে এবং যে প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হয়েছে তাতে যুক্তরাজ্য বিএনপির অধিকাংশ নেতাকর্মী সংক্ষুব্ধ। আমি স্বজ্ঞানে ও স্বইচ্ছায় অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে এই কমিটির সাথে আমার নূন্যতম কোনো সংশ্লিষ্টতা নেই।”

You might also like