যুক্তরাজ্য মহিলা দলের ফুড ব্যাংকে খাদ্য বিতরণ।
আর্ত মানবতার সেবায় ,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় Linc centre fern st, E3 3pr
Food Bank হোমলেসদের ফুড ব্যাংকে খাবার বিতরণ করা হয়।যুক্তরাজ্য মহিলা সদস্য সচিব অঞ্জনা আলমের উদ্যোগে ও সহযোগীতায় মহিলা দলের সিনিয়ার নেত্রী নাসরিন হাসান ,সিনিয়ার সদস্য লুনা সাবিরা এবং,নেত্রী আসমা জামান ,ইশরাত হিমু ,জান্নাতুল মাওয়া ,টাওয়ারহামলেটের বো কাউন্সিলে ফুড ব্যাংকে হোমলেসদের খাদ্য বিতরন করা হয়।
আমাদের সাথে আরো যারা যারা ছিলেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী দলের সিনিয়ার যুগ্ন সম্পাদক জনাব পাভেজ মল্লিক ,যুক্তরাজ্য বিএনপির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ,যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক খছরুজ্জামান খসরু ,সাবেক জাসাস সভাপতি আব্দুস সালাম ,জাসাস সাধারণ সম্পাদক তাসভির চৌধুরী শিমুল ,ও যুবদলের যুগ্ন সম্পাদক নুরুল আলী রিপন।
যুবদলের মাছুদুজ্জামান ,এবং সাথে ছিলেন নিউহামের কাউন্সিলার মমজাত খান, টাউয়ারহামলেটের ডিপুটি মেয়র আফসানা আকতার,কাউন্সিলার আসমা বেগম ,ডিপুটি ম্যানেজার সহ অনেকে।