যুক্তরাজ্য মহিলা দলের বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

যুক্তরাজ্য মহিলাদল বিএনপি চেয়ারপারসন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে।যুক্তরাজ্য মহিলা দল

মিলাদ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিবেশন করেন যুক্তরাজ্য মহিলা দল নেত্রী নিলা রহমান। এর পর কেক কেটে বেগম খালেদা জিয়ারর ৭৬তম জন্মদিন উতযাপন করেন মহিলা দলের নেত্রীরা৷ এ সময় উপস্থিত ছিলেন নিলা রহমান, রিতু রহমান, সায়িদা নাসিমা, কামরুন নাহার রিতু, আসমা জামান সহ আরও বেশ কয়েকজন মহিলা দল নেত্রী৷ 

You might also like