যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষুভ মিছিল সোমবার

সংগ্রাম ডেস্ক: বাংলাদেশের সাবেক বারবার নির্বাচিত প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন,গণতন্ত্র রক্ষার আপোষহীন নেত্রী বাকশালী ও অবৈধ আওয়ামী সরকারের নির্মম কারা প্রকোষ্টে বন্ধি,মা”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপর মিথ্যা ও সাজানো মামলার প্রতিবাদে এবং দেশের গণতন্ত্র পুনঃ উদ্ধারের লক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  উদ্যোগে এক প্রতিবাদ  সভা ও বিক্ষুভ মিছিলের আয়োজন করা হয়েছে।

❇ তারিখ:-১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার 

❇ সময়:- সন্ধা ৬টা

❇ স্থান:- Nida house 60 sutton street London E1 0lx(next to Shadwell station)

             

উক্ত বিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সভায় সর্বস্থরের নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  সর্বস্থরের নেতা-কর্মী ও সদস্যবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

                      আমন্ত্রণে 

 ————————————

নাসির আহমেদ শাহীন -সভাপতি 

মোহাম্মদ আবুল হোসেন –                             সাধারণ  সম্পাদক                                               জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য।

You might also like