‘রাতে শুটিং করতে, হোটেলে দেখা করতে, আপত্তিকর ছবি পাঠাতে বলেন রাজীব’

হোটেলে গিয়ে একান্তে কথা বললেই মিলবে সিনেমায় অভিনয়ের সুযোগ! কলকাতার এক খ্যাতনামা পরিচালক-প্রযোজক এমন কুপ্রস্তাব দিয়েছেন বাংলাদেশের নায়িকাকে। এ নিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মিডিয়া জগতে চলছে তোলপাড়। ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে অশ্লীল প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ পরিচালকের বিরুদ্ধে।

যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতার জনপ্রিয় পরিচালক- রাজীব কুমার বিশ্বাস, বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। অভিযোগকারী অভিনেত্রী-মডেলের নাম শান্তা পাল। সম্প্রতি তেলুগু ছবিতে কাজ করছেন বলে আলোচনার শিরোনাম হয়েছেন শান্তা। তাছাড়া কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে একটি বাংলা ছবিতেও কাজ করার কথা রয়েছে তার। এবিপি আনন্দ, সংবাদ প্রতিদিন সহ কলকাতার নামকরা গণমাধ্যমগুলোতে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গত বছর মিস এশিয়া গ্লোবালে চতুর্থ এবং মিস বিউটিফুল আইজ খেতাব পাওয়া শান্তা পাল বলেছেন বিস্তারিতঃ

*রাজীবের সাথে আপনার পরিচয় কিভাবে?
-আমি তাকে চিনতাম না।

You might also like