সরকারের মদদেই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিতো রিজেন্ট- ফকরুল ইসলাম আলমগীর
সরকারের মদদেই রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়া হতো বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সরকারের উদাসীনতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
ফখরুল বলেন, একটা হাসপাতাল কী করে মিথ্যা সার্টিফিকেট দিতে পারে? সমস্ত মন্ত্রীরা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত, ঘনিষ্ঠভাবে তারা তাদের সঙ্গে কথা বলছেন, কাজ করছেন। পুরোপুরি সরকারের মদদেই তারা এ অপকর্মটা করছেন।
আরও পড়ুন: রিজেন্টের শাহেদের প্রধান সহযোগী গ্রেফতার
তিনি আরও বলেন, কোভিড উনিশে এ সরকারের যে ভূমিকা এটা তো বলার অপেক্ষা রাখে না। সরকার মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।