সিলেট দক্ষিন সুরমা পিরোজ পুরের যুক্তরাজ্য প্রবাসীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট দক্ষিন সুরমা পিরোজ পুরের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে বিশিষ্ট মুরব্বি.শিল্পপতি সদ্য প্রয়াত মরহুম হাজী শফিকুল হক সাহেবের স্মরণে ও প্রয়াত সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা এবং বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের আশুরোগ মুক্তি কামনায় ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ ই ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়। ইকরা কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি নেতা লবিদ আহমদ লবি এর সভাপতিত্বে ও পিরোজপুর জামে মসজিদের সাবেক সেক্রেটারি খালেদ চৌধুরীর পরিচালনায়।সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়াবিদ আব্দুল মুকিত,

স্বাগত বক্তৃতা রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা রাজনীতিবিদ এনায়েত কবির শাহীন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ জিয়াউদ্দিন লালা. সমাজসেবী ও মরহুমের ছোট ভাই সানাওয়ারুল হক চুনু. প্রবীণ মুরব্বি হাজী ইজ্জাদ আলী. বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল খালিক.পিরোজ পুর জামে মসজিদের মতোয়াল্লী হাজী আব্দুল মান্নান. রাজনীতিবিদ ইকবাল বাহার চৌধুরী.

কমিউনিটি নেতা সমাজসেবী আব্দুল মুমিন. পিরোজ পুর উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক এনাম. আওলাদ উজ্জামান. সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ন সম্পাদক এডভোকেট মহসিন আহমদ চৌধুরী. সমাজসেবী সাবেক ইউপি সদস্য সাদেকুল হক. রাজনীতিবিদ আতাউর রহমান আতা. অধ্যাপক আবদুল মুহিত. শিকায়াত কবির তুহিন. রিয়াজুল হক সালেহ.আফতারুল হক বাবু.আব্দুস সালাম. কমিউনিটি নেতা তথ্য প্রযুক্তিবিদ রাজ মাসুদ ফরহাদ. শিমুউল কবির শিমু. সমাজকর্মী শিহাব আহমদ. আমিনুল হক সাবুল. আব্দুল জব্বার।

মাহফুজুর রহমান মাহফুজ.ইমরানুজ্জামান ইমরান.তরুণসমাজ কর্মি ফারুক হাসান সুজন. রাফি খান শিপলু . মরহম শফিকুল হক সাহেবের ছেলে রেজওয়ানুল হক মামুন. সুয়েব আহমদ. শেখ কামাল হোসেন টিপু. প্রভাষক জাহেদ হাসান সুহেব. শাকিব জিয়া শোভন.ফাহীম আহমদ. জাহিদ খান. মিতুল হক.তোজামিল হক তুহিন.আজিমুর রহমান আজিম. আবদুস শোহিদ. ইফথাকার হক.জান্নাতুল হক. নাসিমা হক.রেজিনা হক. হেনা বেগম.মুমিন মাহবুব.নাজমা খাতুন.তামান্না হক.মুজিবুল হক শিমুল. রকিব খান. খালেদ সানজিদ. আদনান আহসানুল হক.মিনহাজুল হক রুহুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা মোহাম্মদ ইলিয়াস।

You might also like