সিলেট বিভাগ আইনি সহায়তা সেল এর উদ্যোগে ৯ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর হয়
সিলেট বিভাগ আইনি সহায়তা সেল এর তত্ত্বাবধায়ক জনাব রফি আহমেদ চৌধুরী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা রাজনৈতিক ও আইনের মাধ্যমেই মোকাবিলা করা হবে। তিনি আরও বলেন বিরোধী মত ও আন্দোলন দমনের উদ্দেশ্যে বিএনপি সহ সকল প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে চলমান রাষ্ট্র মেরামতের ১দফা আন্দোলন থামানো যাবে না।ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদপুষ্ট পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দের নামে দায়েরী কথিত মিথ্যা, বানোয়াট বিস্ফোরক আইনে এবং পুলিশ এসল্ট মামলায় হবিগঞ্জ জেলার দুটি থানার ৯ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর হয়। ৷ ৷ আইনি সহায়তা সেল, সিলেট বিভাগ এর সার্বিক ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা বারের বিজ্ঞ আইনজীবী, সিলেট বিভাগ, আইন সহায়তা সেল এর প্রতিনিধি জনাব এডভোকেট মোঃআফজাল হোসেন, এড,মুদ্দত আলী, এড,সরকার মোঃসহিদ,এড,মোজাম্মেল হক চৌধুরী সমন্বয়ে অদ্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত, চুনারুঘাট থানা মামলা নং ০২/৩১৯ তাং০৩/১১/২৩ইং জিআর-৩১ মামলায় এজাহার নামীয় আসামি বিএনপি সাটিয়াজুরী ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বেচ্ছায় আত্মসমর্পণ করিলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। অপর দিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আমল আদালত বাহুবল থানা মামলা নং ০১/১১০ তাং০১/১১/২৩ ইং জিআর-১১০/২৩ মামলায় এজাহার নামীয় ৮ জব আসামি/ নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করিলে বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবী ও রাস্ট্র পক্ষের বক্তব্য শোনেন এবং সকল আসামীদের পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন।