সিলেট মহানগর বিএনপির বিবৃতি

সিলেটের বিভিন্ন অনলাইন পোর্টালে সাবেক ছাত্রদলের এক নেতাকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদের সংবাদ প্রচার করায় বিবৃতি দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

বুধবার ৮ জুলাই নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বিএনপি একটি জাতীয় রাজনৈতিক দল। শহীদ জিয়ার আদর্শে গড়া এই সংগঠন। নেতৃবৃন্দ বলেন, সিলেটে সাবেক ছাত্রদল নেতা সন্ত্রাসীর হামলার ঘটনায় মহানগর বিএনপির পক্ষ থেকে কোন সংবাদ পাঠানো হয়নি, কে বা কারা বিএনপির নাম ভাঙ্গিয়ে এ ধরনের সংবাদ প্রেরণ করে সংবাদ মাধ্যমকে অবগত করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মহানগর বিএনপির নাম ভাঙ্গিয়ে এ ধরনের সংবাদ প্রচারে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

— প্রেস বিজ্ঞপ্তি ।।

You might also like