স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন কমিটি থেকে এমদাদ হুসেন টিপু’র পদত্যাগ
স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন কমিটি যুক্তরাজ্যে কমিটি থেকে আমি পদত্যাগ করলাম । আমি দলের একজন কর্মী হিসাবে এধরনের হাস্যকর কমিটির সাথে সপ্মৃক্ত থাকতে পারি না ।
যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যুক্তরাজ্যে অবস্হান করছেন সেহেতু সকলেই আশা করে একটা সুন্দর কমিটি । এধরনের হাস্যকর কমিটি শুধু দলে ভাবমূর্তি নস্ট করেনা নেতার ভাবমুর্তিও নস্ট করে । এই ধরনের হাস্যকর কর্মকান্ড বন্ধ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দৃস্টি আকর্ষন করছি ।