হাসপাতালে অসুস্থ রোজিনা ইসলাম

কারামুক্তির পর সাংবাদিক রোজিনা ইসলামকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ডায়বেটিসতসহ নানা ধরণের জটিলতা থাকায় রোববার, মে ২৩, ২০২১, সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার করোনা টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার, মে ১৭, ২০২১, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।
You might also like