১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি’র সমাবেশে গণমানুষের ঢল
গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসেবে আজ সোমবার ৩ জানুয়ারি ২০২২ কক্সবাজার জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি’র সমাবেশে গণমানুষের ঢল নামে। সমাবেশ পরিণত হয় জনতার উত্তাল জনসমুদ্রে!
জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ নেয় হাজার হাজার জনতা।
‘স্বাধীনতার অপর নাম, জিয়াউর রহমান’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকা।