১৯৭১ এর ২৫ মার্চ শেখ মুজিব আত্মসমপর্ণ করেছিলেন — জহির উদ্দীন স্বপন

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ শেখ মুজিব যুদ্ধের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন। তিনি আত্মসমপর্ণ করেছিলেন। এমনকি তিনি তার সফেদ পাঞ্জাবি,তামাক সহ সুটকেস গুছিয়ে রাওয়াল্পিন্ডির কারাগারে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

You might also like