সিইসি নূরুল হুদার যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদ যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের আয়োজক সিইসি নূরুল হুদার যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদে, যুক্তরাজ্য বিএনপি লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ দলের নেতা কর্মী ও প্রবাসীদের এই বিক্ষোভ কর্মসূচীতে যোগদান করার আহবান জানান । আগামীকাল ১০ ফেব্রুয়ারি বেলা ১ টায় এই কর্মসূচী শুরু হবে । স্থান :The Commonwealth Secretariat,
Marlborough House,
Pall Mall, London.
SW1Y 5HX