মোদি এলে সব বিমানবন্দর অচল করে দেয়া হবে

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মোদিকে বাংলাদেশে আসতে দিলে ঢাকাসহ সারা দেশের বিমানবন্দর অচল করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

আজ হাটহাজারী মাদ্রাসার সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোদির আগমনের কারণে দেশে অচল অবস্থার সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। দেশের মানুষ গুজরাটের কসাইখ্যাত দিল্লি গণহত্যার সন্ত্রাসী মোদিকে বাংলাদেশের মাটিতে কোনোক্রমেই সহ্য করবে না তৌহিদি জনতা।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল ইসলাম জাদীদ, হেফাজত নেতা মুফতি মাহমুদুল হাসান গুনভী, মাওলানা নসীম সাহেব, মাওলানা মীর মুহাম্মদ কাসেম, মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী প্রমুখ।

উৎসঃ মানবজমিন

You might also like