গোটা পৃথিবী এখন স্তব্ধ,স্তবির,নির্বাক,বিহ্বল-শহিদুল ইসলাম বাবুল

সংগ্রাম ডেস্ক:যে কোন মুহূর্তে আমাদের উপরও নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। এই অবস্থার মধ্যেও- টনকে টন আতস বাজি পুড়িয়ে অদ্ভুত ও বিকৃত এক আনন্দ উপভোগ করলাম আমরা। আমি বুঝি না এতে কার কি লাভ হলো। আমার মনে হচ্ছে, মানবতার সাথে নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়। অথচ এরাই আমাদের শাসক, দণ্ডমুন্ডের কর্তা। 

মাবুদ, আমাদের জ্ঞান দাও, রক্ষা করো !

You might also like