বিএনপি’র প্রেমে পড়েছিলাম সেই ১৯৮৮ সালে- শহিদুল ইসলাম মামুন
সংগ্রাম ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করেছিলাম শহীদজিয়ার আদর্শকে বুকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেমে পড়েছিলাম সেই ১৯৮৮ সালে এখনও সেই প্রেমের মায়ায় রয়ে গেছি শত অত্যাচার নির্যাতন সহ্য করে নিজের জীবন যৌবন উজার করে দিয়েছি এই দলের জন্য মরনের হাত বেঁচে গেছি বহুবার অসহ্য যন্ত্রনা নিয়ে বেঁচে আছি নতুন দিনের প্রত্যাশায় সাংগঠনিক পদে ছিলাম অনেকবার পরিচয় নাইবা দিলাম কর্মী হিসাবেই পরিচয় দিতে ভালবাসি।
শহিদুল ইসলাম মামুন
যুগ্ন সম্পাদক যুক্তরাজ্য বিএনপি।