জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি ২য় পর্যায়ে ৩৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সংগ্রাম ডেস্ক: জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত ) মো: মমতাজ উদ্দীন মন্ডল ২য় পর্যায়ে ৩৫০০ কর্মহীন, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ “”” করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, আলু, ষরিসার তৈল, ছোলা বুট, লবন এবং গুঁড়া সাবান , বিতরণ করেছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল। ২২এপ্রিল শনিবার সকাল ১১ টায় বম্বু ইউনিয়নের হানাইল ঈদগামাঠে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আনুষ্ঠানিক ভাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিক ভাবে তুলে দেন এবং জয়পুরহাট ও পাঁচবিবির প্রত্যেকটি ইউনিয়নে গাড়ী করে পৌছানো হয় , তালিকা অনুযায়ী বাড়ী বাড়ী পৌঁছায়ে দেওয়ার জন্য। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মো: আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জহুরুল ইসলাম সহ অন্যরা। খাদ্য সামগ্রী বিতরণের সময় মমতাজ উদ্দীন মন্ডল বলেন,করোনা ভাইরাসের কারণে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই বিবেচনায় ব্যক্তিগত অর্থায়নে ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আনন্দ বোধ করছি । তিনি আরো বলেন, আজ ২য় বার প্রদান করছি , এভাবে করোনা মুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ চলতে থাকবে ।