মেহেরপুর জেলা বিএনপি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সংগ্রাম ডেস্ক: করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, অসহায় পরিবারের মাঝে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সার্বিক সহযোগিতা করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

মঙ্গলবার, মে ৫, ২০২০ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯ টি গ্রামে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়। পরবর্তীতে জেলার অন্যান্য ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওলি মোহাম্মদ, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা বিএনপি’র অন্যতম নেতা শাহজাহান শাহান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

You might also like