আপনারা খালেদা জিয়ার বাস ভবনের সামনে যান উনার খুজ খবর নিন- গোলাম মাওলা রনি

সংগ্রাম ডেস্ক: খালেদা জিয়া মুক্তি পেয়েছেন প্রায় দেড় মাসের মতো হলো, মুক্তি পাওয়ার পর তিনি ১৫ দিন সেলফ কোয়ারেনটাইনে ছিলেন,তার পর অনেক দিন থেকে উনার খবর কোন সংবাদ মাধ্যম বা পেপার পত্রিকায় পাওয়া যায়নি, তিনি কেমন আছেন কি করছেন এ নিয়ে সাধারন মানুষ ও রাজনীতিক মহলে নানা প্রশ্ন৷ গত বুধবার বিএনপি নেতা গোলাম মাওলা রনি সংগ্রাম টিভি’র ‘এ সময়ে  বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নিলে উপস্থাপক গোলাম মাওলা রনিকে বেগম খালেদা মুক্তি পেলেও জন সম্মুখে না আসার কারন কি জানতে চাইলে তিনি জানান সরকার কিছু শর্ত সাপেক্ষে খালেদা জিয়া’কে মুক্তি দিয়েছে তাই হয়ত তিনি জনসম্মুখে আসছেন না তবে বিএনপি নেতাকর্মীদের উচিত খালেদা জিয়া’র বাসভবনের সামনে যাওয়া উনার খুজ খবর রাখা। খালেদা জিয়া জনসম্মুখে না আসলেও নেতাকর্মীদের উনার বাসার সামনে যাওয়াতে তো কোন বাধা নিষেধ নেই।  

You might also like