লক্ষীপুর সোসাইটি ইউকের নগদ অর্থ প্রদাণ
সংগ্রাম ডেস্ক:লক্ষীপুর সোসাইটি ইউকের পক্ষ থেকে লক্ষীপুর জেলার প্রত্যেক থানায় কোভিড-১৯ মহামারীর ক্ষতিগ্রস্ত পরিবারকে ঈদুল ফিতরের গিফট হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।ও মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিম খানায় ও অর্থ প্রদান করা হয়।লক্ষীপুর সোসাইটি অতীতেও লক্ষীপুরের অসহায় মানুষদের পাশে ছিলো।এক বিবৃতিতে লক্ষীপুর সোসাইটি ইউকের সভাপতি আবু নাছের শেখ, ও আব্দুল কাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চ্যারিটি ফান্ড কালেকশনের জন্য যাদের অগ্রনী ভূমিকা ছিলো,সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ট্রেজারের হাসনাইন সালেহ,সহ-সভাপতি জামাল উদ্দিন (জুয়েল),মাহী আলম,তানিম এনাম ও সংগঠনের সকল মেম্বারদের প্রতি।আরো বলেন
ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও লক্ষীপুরের মানুষের সকল বিপদ আপদে পাশে থাকবো।