ইয়াছিন আলীর জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রচার দলের সাধারণ সম্পাদক রাজীব কুমার ঘোষ

সংগ্রাম ডেস্ক: আদর্শ- বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাস্তবায়নে নিবেদিতপ্রাণ নেতার মূলমন্ত্র ‘অসত্যের কাছে কভু নত নহে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।’ রাজনৈতিক জীবনে ব্যাপক সংগ্রাম ও বিস্তর বন্ধুর পথ তাকে অতিক্রম করতে হয়েছে শুভ জন্মদিনে ভাই ইয়াছিন আলী ভাই তার দীর্ঘজীবন কামনা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে হে নতুন দেখা দিক আর-বার বার জন্মের প্রথম শুভক্ষণ

তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন

সূর্যের মতন।

রিক্ততার বক্ষ ভেদী আপনারে করো উন্মোচন।

ব্যক্ত হোক জীবনের জয়,

ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়!

ইয়াছিন আলীর জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রচার দলের সাধারণ সম্পাদক রাজীব কুমার ঘোষ

You might also like