সাউদাম্পটন সিটিতে বিজয় দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলিত
দক্ষিণ ইংল্যান্ড এর সাউদাম্পটন সিটিতে বিজয় দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলিত : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অদ্য দুপুর ১২ ঘটিকায় সাউদাম্পটন সিটি কাউন্সিল সিভিক সেন্টার এর সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সিটি কাউন্সিলের Sharif কাউন্সিলর Jaquie Raymond এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর তৌকির কাটারিয়া। সাউদাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন SAB আয়োজিত এ উদ্যোগে সাড়া দিয়ে প্রথম বারের মত বাংলাদেশের পতাকা উত্তোলনের এ অনুষ্ঠানে যোগ দিতে সাউদাম্পটন, ইস্টলি সহ আশেপাশের অনেক শহর থেকে প্রচুর বাংলাদেশী এই গৌরবান্বিত অধ্যায়ের অংশ হতে সকাল থেকেই সাউদাম্পটন সিটি কাউন্সিল এর সিভিক সেন্টার এর সম্মুখে জড়ো হতে থাকেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুসটানে তেলোয়াত দোয়া পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান। পতাকা উত্তোলন কালো সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন কমিউনিটির উপস্থিত সবাই। জাতীয় সংগীত পরিবেশন পরিচালনা করেন যৌথ ভাবে শামীম মিয়া ও মোজাহিদুর রহমান। পুরো অনুসটানে চ্যানেল এস, ডেইলি একো ও বিবিসি সাউথ উপস্থিত থেকে কাবারেজ দেন। সবায় কমিউনিটির মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করাতে সবাইকে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন SAB এর অন্তর্বর্তী কালীন সভাপতি মনসুরুর রহমান শাহীন, সম্পাদক সৈয়দ রাশেদুল ইসলাম, আব্দুল বাকি সিদ্দিকী, জাকির চৌধুরী, মুহিববুল ইসলাম, লিটন চৌধুরী ও ফখর উদ্দিন। কমিউনিটির মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কুঠি মিয়া,সামাজিক সংগঠক ব্যবসায়ী মতিউর রহমান মতিন, হাসনু মিয়া, সৈয়দ সাদিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মুহিববুল ইসলাম, আবু বকর, সেলিম চৌধুরী, মহবত মিয়া, রুহেল কুতুব, ফকর উদ্দিন, জালাল, সোহাগ,