লন্ডনের Team 7 এর বন্যা কবলিত মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ শুরু
লন্ডনের টিম 7 বন্যার্থদের জন্য প্রথম ত্রাণ উপহার বিতরন শুরু করেছে আজ থেকে । সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার, গলহা বন্যা আশ্রয় কেন্দ্র, আনোয়ারপুর বন্যা আশ্রয় কেন্দ্র, অনন্তপুর, আরিফপুর ও রাজাপুরসহ পাঁচটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য সামান্য কিছু উপহার শুকনো খাবার পৌঁছে দিতে পেরেছ টিম সেভেনের স্বেচ্ছাসেক কর্মী।
টিম ৭ সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আকুল আবেদন জানিয়ে এই দুঃসময়ে হাওরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর।
টিম সেভেনের হয়ে সার্বিক ব্যাবস্থাপনা করেছেন – মো: নিজাম উদ্দীন সহ বেশ কিছু স্হানীয় নেতৃবন্দ।