সিলেটের বন্যার্তদের পাশে যুক্তরাজ্য মহিলা দল

সংগ্রাম ডেস্ক: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করেছে যুক্তরাজ্য মহিলা দল। যুক্তরাজ্য মহিলাদলের সদস্য সচিব অন্জনা আলমের সার্বিক তত্বাবধানে নাসরিন হাসান, লুনা সাবিরা, আর্জুমান্দ মুন্নি, ডা ইশরাত রসিদ, কামরুন নাহার রিতু, সুমাইয়া সৈবাল, আতীয়া বেগম, মনিরা ইসলাম, ফারিয়া সুমি, লুবনা প্রিতি, নাঈমা ইসলাম, সাকেরা রব ইতি সার্বিক ভাবে সহযোগিতা করেন। উল্লেখ্য বাংলাদেশের প্রতিটি দূর্যোগ ও সংকঠময় মুহুর্তে যুক্তরাজ্য মহিলা দল মানুষের পাশে দাড়িয়েছে।

যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম যুক্তরাজ্য মহিলাদলের সকল নেত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সকলের সহযোগিতায় আমরা এ রকম একটি মহতি কাজ করতে পেরেছি বলে তাদের প্রতি কৃতগ্ন। ভবিষ্যতে আমরা এরকম কাজ অব্যাহত রাখবো।

এ ছাড়া আরো ধন্যবাদ জানাই সাবেক জাসাসের যুক্তরাজ্য শাখার সদস্য হেলাল আহমেদ  ও বিএনপি নেতা  এম এ গাফফার সহ সবাইকে।

You might also like