পিস ফর বাংলাদেশ আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ডঃ সফিকুর রহমানের মুক্তির দাবীতে ইফতার মাহফিল ও গোলটেবিল আলোচনা
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের আয়োজনে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের মুক্তির দাবীতে গোল টেবিল আলোচনা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার পূর্বলন্ডনে অবস্থিত ক্যাফে কর্নার নামক রেস্টুরেন্টে সন্ধা ৬টা ৩০ মিনিটে মুহাম্মাদ মোহিবুল্লাহর পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় গোল টেবিল আলোচনার। পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মোঃ মাহিন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাষ্টিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মাদ মুহিবুল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মাদ মঈনুল ইসলাম, সাংবাদিক মোঃ মাহবুব আলী খানশুর, ব্যারিষ্টার এ এম এ আরেফিন আশরাফ, মাওলানা শামীম, মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।
গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশের মানুষকে আন্দোলনে ঝাপিয়ে পরে বর্তমান ক্ষমতাশীন সরকারে পতন ঘটানোর মাধ্যমে গনতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও ড. শফিকুর রহমান সহ সকল জাতীয় নেত্রীবৃন্দকে মুক্তি দিয়ে দেশে গনতান্ত্রীক পরিবেশ ফিরিয়ে দিতে আহ্বান জানান।
গোল টেবিল আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান আইনজীবী মোঃ ডলার বিশ্বাস।