বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ- বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন তিনি । তিনি বলেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে উত্তরার বিনস এন্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও স্বীকার করছে না বা তার কোন হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। রিজভী আহমেদ বলেন, তাকে সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে। তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

You might also like