সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান, সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া ভার্চুয়াল আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। উপলক্ষে
মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের উদ্যোগে আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব লন্ডনের ব্রিকলেন মসজিদে কোরান খতন ও দোয়া মাহফিল ও বাংলাদেশের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর স্হানীয় মসজিদে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হইবে। ৭ আগস্ট তারিখ শুক্রবার লন্ডনের ফুড ব্যাংকে খাদ্য সামগ্রী প্রদান। স্বনামধন্য সাপ্তাহিক সুরমায় বিশেষ সংখ্যা প্রকাশ। মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য এর সভাপতি সোহেল আহমদ সাদিক. সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন.সাধারণ সম্পাদক আবেদ রাজা. যুগ্ন সম্পাদক এমাদুর রহমান এমাদ. যুগ্ন সম্পাদক খালেদ চৌধুরী. সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন শেনাজ. কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।