দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।
আজ সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মিছিলে বিএনপি মহাসচিবসহ জাতীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা জানানো হয়।..বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে অংশ নিতে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হলো।