সিলেট প্রতিনিধি : চিকনাগুলের মদরিছ আলীর ছেলে লম্পট শাহিন কে খুজছে পুলিশ। গত কিছু দিন আগে মিথ্যা মামলা দিয়ে নিরীহ প্রতিবেশী আখলিছ উদ্দিন ও তার একমাত্র ছেলে রাব্বি (১৭) কে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করায় এবং করোনা ভাইরাস মহামারির কারনে সব কিছু বন্ধ থাকায় তারা এখনো জেলে রয়েছেন।এই সুযোগে একলা ঘরে আকলিছ উদ্দিন এর স্ত্রী থাকায় লম্পট শাহিন রাতের আদারে আকলিছ উদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে দলবল নিয়ে ঘরে প্রবেশ করে দামি গহনা, নগদ টাকা লোটপাট ও আখলিস উদ্দিন এর স্ত্রী কে লাঞ্ছিত করে পরে চিল্লাচিল্লিতে এলাকার লোকজন জড়ো হতে থাকলে লম্পট শাহিন ও তার লোকজন পালিয়ে যায়। এই ঘটনার পর থানায় মামলা করেন আকলিস উদ্দিন এর স্ত্রী,পরে জৈন্তাপুর থানার সুনামধন্য ওসি শ্যামল বনিক মামলাটি সরজমিন তদন্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাহিন পালিয়ে আছে, আসামি লম্পট শাহিন কে গ্রেফতার করতে খুজছে পুলিশ। লম্পট শাহিন কে ধরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।