বহিঃস্কৃত হয়েও রাজপথেই আছি

STV DESK LONDON :ছাত্রদল সাউথ এশিয়ার একটি বৃহত্তর ছাত্র সংগঠন, সেই সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয়েছে দলের প্রয়োজনে তা অনেকেই মেনে নিয়েছেন আবার তা কেউ কেউ মেনে নিতে পারেন নাই, তাই অনেকেই হয়েছেন বহিস্কার। কারো উপর থেকে বহিস্কার প্রত্যাহার করা হয়েছে আবার এখনো অনেকেই রয়েছেন যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

তেমনি একজন ছাত্রনেত্রী নাদিয়া পাঠান পাপন সাবেক সহ সংগঠনকি সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল যিনি বহিস্কার হয়েছেন অনেক দিন হয়ে গেছে কিন্তু আজও তা প্রত্যাহার করা হয়নি !আন্দোলন সংগ্রাম এর প্রিয় মুখ হওয়া সত্বেও বহিষ্কারের কষ্ট নিয়ে রাজনীতিতে আছেন। বহিস্কার হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিন এর জন্য ও বিএনপি’র কোন কর্মসূচি বাদ দেন নাই. তাই তিঁনি আবারও দলে ফিরে আসতে চান, ভূমিকা রাখতে চান এই অবৈধ সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে।

নাদিয়া পাঠান পাপনআমৃত্য আন্দোলন করে যেতে চান এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। তাই বিএনপির নীতি নির্ধারক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের আহ্বান করেছেন রাজপথের এই নেত্রী।

You might also like