‘বৃহৎ আন্দোলন, সংগ্রাম নিয়ে আলোচনা করছি’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমরা মূলত দেশের স্বার্থে বৃহৎ আন্দোলন, সংগ্রাম কিভাবে চালিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছি। এখনো জোট গঠনের কোন সিদ্ধান্ত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের সঙ্গে জোট গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। সম্ভাব্য ওই জোটে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি  ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরো কয়েকজন ব্যক্তি ও সংগঠনের নামও আলোচনায় রয়েছে।
সাকি বলেন, আমরা ২৮শে নভেম্বর জাতীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সমাবেশ করি। তবে জোট গঠনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। আমরা আন্দোলনকে বেগবান করতে সকলেই একমত।

আরো পড়ুন