সংগ্রাম ডেস্ক: তুমুল প্রতিরোদের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। যুক্তরাজ্য বিএনপি সিইসি নূরুল হুদা লন্ডনের একটি কনফারেন্স যোগ দিবেন এমন খবরের ভিত্তিতে যুক্তরাজ্য বিএনপি কনফারেন্স স্হল Central london Commowealth secreteriat Conference hall এ জড়ো হয়ে প্রতিবাদ গড়ে তুলে।
এ সময় যুক্তরাজ্য বিএনপি’র বিপুল সঙ্কক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে যোগ দেন এবং অবৈধ সিইসি go back, সিইসি দুই গালে জুতা মারো তালে তালে বলে স্লগান দিতে থাকেন। এ অবস্তায় সিইসি কনফারেন্স বিতরে সম্পন্ন বক্তব্য দিতে দেওয়া হয়নি বলে শুনা যায়। এদিকে যুক্তরাজ্য বিএনপি জানায় অবৈধ সিইসি লন্ডনে যত দিন থাকবেন তত দিন তারা প্রতিরোধ করে যাবেন।
যুক্তরাজ্য বিএনপি’র প্রতিবাদ সমাবেশে লন্ডন মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাসাস, মহিলা দল সহ বিপুল সঙ্কক নেতাকর্মী উপস্থিত ছিলেন।