অভিনন্দন প্রাকটিসিং ব্যারিস্টার মাহাবুবুর রহমান

ইংল্যান্ড এবং ওয়েলসের স্বনামধন্য খ্যাতনামা আইনজীবী জনাব মাহাবুবুর রহমান ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেছেন।

এর আগেই Bar Standards Board তাকে প্রাকটিসিং ব্যারিস্টার হিসেবে অনুমোদন দেয়। তিনি দীর্ঘদিন সলিসিটর অ্যাডভোকেট হিসেবে ইউকে’র সকল উচ্চপর্যায়ের আদালতে কৃতিত্বের সাথে লিগাল প্রাকটিস করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি New Walk Chambers -এ as a Barrister practicing Tenancy পেয়েছেন।

ব্যারিস্টার মাহাবুবুর রহমান তাঁর মেধা এবং অধ্যবসায়ের মাধ্যমে ইউকে’র আইনাঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, যা শুধু তাঁর জন্য নয়, বরং আইন অঙ্গনে তাঁর সহকর্মী, বাংলাদেশী কমিউনিটি ও আইনের শিক্ষার্থীদের জন্যও একটি বড় অনুপ্রেরণা।

 তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।

You might also like