গ্রেটার ভাঁড়েরা ডেভোলপমেন্ট অর্গানাইজেসন ইউকে ২০২৪/২০২৫ অৰ্থ বৎসরের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্টিত ।

গ্রেটার ভাঁড়েরা ডেভোলপমেন্ট অর্গানাইজেসন ইউকে ২০২৪/২০২৫ অৰ্থ বৎসরের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্টিত ।

*পবিত্র রমজান মাস ও সংগটনের চ্যারিটি রেজিস্ট্রেশনের জন্য পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করাকে* সামনে রেখে গ্রেটার ভাঁড়েরা ডেভোলপমেন্ট অর্গানাইজেসন ইউকের কার্যকরী কমিটির প্রথম সভা ( ইসি মিটিং ) গত ৫ই মার্চ মঙ্গলবার রাত্রে অনুষ্টিত হয় । জুম লিংকের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্টিত এই সভা সংগঠনের নব নির্বাচিত সভাপতি জনাব বাতিরুল হক সরদার এর সভাপতিত্বে অনুষ্টিত হয় । সংগঠনের সাধারণ সম্পাদক এন আলম রিপনের পরিচালনায় অনুষ্টিত শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন দপ্তর সম্পাদক হেলাল মিয়া । সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন সি: সহ সভাপতি : আব্দুল জব্বার সহ সভাপতি : জাহেদ আহমেদ সহ সভাপতি : জিতু মিয়া সরদার সহ-সভাপতি : হুসেইন আহমেদ নেফুর সাধারণ সম্পাদক : এন আলম রিপন সহ-কোষাধ্যক্ষ : মুনসুর আলম সাংগটনিক সম্পাদক : মো: আলী লখন মিয়া সহ সাংগটনিক সম্পাদক : আলী আকবর দপ্তর সম্পাদক : হেলাল মিয়া শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক : সাজ্জাদুর রহমান সাজু সি: সদস্য : সোয়েব আহমেদ সদস্য আতাউর রহমান ভুলু সদস্য : সুমন খান । সভায় দুটি এজেন্ডা উত্থাপিত হয় প্রথমত সংগঠনকে চ্যারিটি রেজিস্ট্রেশন কিভাবে এবং কখন করা যায় এবং দ্বিতীয়ত আসন্ন রমজানে কিভাবে অনুদান সংগ্রহ করা যায় । আলোচনায় সভায় প্রথম এজেন্ডা চ্যারেটি রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা হয় যে সংগঠনের ফান্ডে প্রায় ৭ হাজার টাকার মতো আছে এটা পর্যাপ্ত পরিমান নয় চ্যারেটি রেজিস্ট্রেশন এপ্লিকেশন করার জন্য । তাই উপস্থিত সবাই সিদ্ধান্ত নেন যে রেজিস্ট্রেশনের দিন সময় কয়েকদিন পিছিয়ে এর বিতরে সংগঠনের ফান্ড পর্যাপ্ত পরিমান করার জন্য । সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাস পর্যন্ত সময় বেদে দিয়ে একটি ফান্ডের আপিল করা হয় । তখন কার্যকরী কমিটির ২১ সদস্যের মদ্যে সভায় উপস্থিত সকলেই একমত হন যে কমিটির সকল সদস্যের সবাই সর্বনিম্ন ১৫০ পাউন্ড থেকে শুরু করে যে যত পারেন ১৫ই জুনের মধ্যে সংগঠনের নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে জমা দেয়ার জন্য বলা হয় এবং একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমেও ফান্ড সংগ্রহের পক্ষে অনেকে মতামত দেন এবং এতে সারা দিয়ে উপস্তিত অনেকেই নগদ প্রায় ২২০০ পাউন্ড এর কমিটমেন্ট এবং ১৫ জনের মতো নতুন সদস্য সংগ্রহ করারও প্রতিশ্রুতি দেন ॥ এই নগদ প্রতিশ্রুতির টাকা ও সদস্য সংগ্রহ এটা আগামী ১৫ই জুনের মধ্যে সংঘটনের নিজস্ব ব্যাংক জমা দেওয়ার জন্য বলা হয়েছে |
*সবার দ্বিতিয়ে এজেন্ডা রমজানের চ্যারিটি, এ ব্যাপারে সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে যে ২০ রমজানের বিতরে যে যত পারেন সংগঠনের নিজস্ব ব্যাংক একাউন্টে জমা দেওয়ার জন্য এবং বরাবরের মতো রমাজনের ফান্ড উটার পরে জরুরি মিটিং করে তা কিভাবে বণ্টন করা যায় সিদ্ধান্ত হবে ॥

আরো পড়ুন