ছাত্রনেতা থেকে জননেতা।

রাজপথ কখনো বেইমানি করেনা, ত‍্যাগ আর কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয়না। তা আবার প্রমান করেছেন আবু নাছের শেখ।

তারেক রহমানে প্লেকাড উপরে তুলে আছেন আবু নাছের শেখ।
     তারেক রহমানে প্লেকাড উপরে তুলে আছেন আবু নাছের শেখ।                                                                                                                 আবু নাসের শেখ ধনিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে হয়েছেন যুক্তরাজ্য মত একটি দেশের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তাও যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব থাকেন। যোগ্যতা নেতৃত্ব ও দলের প্রতি নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অন‍্য মাত্রায় নিয়ে গেছে আবু নাছের শেখ’র অবস্থান‍
বৃটিশ প্রধানমন্ত্রী অফিসে নেতাকর্মীদের সাথে আবু নাছের শেখ।
বৃটিশ প্রধানমন্ত্রী অফিসে নেতাকর্মীদের সাথে আবু নাছের শেখ।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে তিনি যুক্তরাজ্য বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। তিনিই একমাত্র ব‍্যক্তি যিনি এত অল্প বয়সে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হন।

নিজ এলাকায় আবু নাছের শেখ সংবর্ধিত ।
নিজ এলাকায় আবু নাছের শেখ সংবর্ধিত ।

হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য বিএনপির হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং হাসিনা পালিয়ে গেলে দেশ গঠনের একজন সারতি হয়ে কাজ করে যাচ্ছেন।

লক্ষীপুর ১ আসনের এই কৃতি সন্তান নিজ এলাকার মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আগামি সংসদ নির্বাচনে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ।

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

You might also like