তারেক রহমানের নির্দেশনায় Barth Hospital NHS স্টাফদের খাদ্য সামগ্রী বিতরণ।

সংগ্রাম ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নির্দেশনায় , NHS কর্মীদের উপহার সরুপ মাসব্যাপী খাদ্য বিতরন কর্মসৃচীর ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ সাউথ ইস্ট বিএনপির পক্ষ থেকে লন্ডন বার্থ হসপিটালে খাদ্য বিতরন করা হয় , এতে উপসিস্ত ছিলেন সাউথ ইস্ট বিএনপির সভাপতি সালেহ আহমদ জিলান , সাউথ ইস্ট বিএনপির সহসভাপতি শিপলু আলী , যুক্তরাজ্য বিএনপির সহ অর্থ সম্পাদক তোফায়েল আলম . যুক্তরাজ্য বিএনপির সাবেক সহক্রিরা সম্পাদক শরফরাজ শরফু . ইস্ট লন্ডন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী কামরুল

You might also like