তারেক রহমানের নির্দেশে সাউথাম্পটন বিএনপি উদ্যোগে General Hospital in Southampton accident and Emergency NHS ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ

সংগ্রাম ডেস্ক- বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপির আহবানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকে রয়েল সাউথাম্পটন জেনারেল হসপিটালের ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ করে সাউথাম্পটন বিএনপি।

আজ দিতীয় দিন খাবার সরবরাহ করা হয়
উপস্তিত ছিলেন
ইউ কে পি এন পির আন্তর্জাতিক সম্পাদক শের মোহাম্মদ সাত্তার
সাউথহাম্পটন বি এন পির সাবেক সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম
সাউথহাম্পটন বি এন পির সভাপতি মনসুরুর রহমান (শাহী)
সিনিয়র সহ সভাপতি আব্দুল বাকী সিদ্দিক
সাধারন সম্পাদক মো:আওতাদ হোসেন
সাংগঠনিক সম্পাদক জমির আলি
সাংস্কৃতিক সম্পাদক সাদত আলি প্রমুখ।

You might also like