আকবর হোসেন প্রচার দলে নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
সংগ্রাম টিভি রিপোর্টঃ প্রকাশিত : ১৮:২১,। ১৫ সেপ্টেম্বর ২০২০
আকবর হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান সিলেট জেলা প্রচার দলের সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রচার দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজ কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর রবিবার, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত এবং প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধারাবাহিক ভাবে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব কুমার ঘোষ কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।