ফেসবুকে এটিই আমার একমাত্র ID এর বাহিরে আমার আর কোন একাউন্ট নেই- কয়ছর এম আহমদ

ফেসবুকে এটিই আমার একমাত্র ID এর বাহিরে আমার আর কোন একাউন্ট নেই- কয়ছর এম আহমেদ।

দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কয়ছর এম আহমদ এর পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম  আহমদ’র নামে বেশ কয়েকটি ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে যা থেকে বিভিন্ন সময় বিদ্রান্তিমূলক মূলক ফেসবুক পোস্ট দেয়া হয় যা থেকে তিনি অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় জনাব কয়ছর এম আহমদ ততটা সক্রিয় না হলেও বিভিন্ন সময় উনার নামে থাকা বিভিন্ন ভুয়া ফেসবুকের কারণে পরিশেষে একটি ফেসবুক ভেরিফাইড করেন এবং তিনি নিশ্চিত করে যে এটাই তার একমাত্র facebook প্রোফাইল এর বাইরে উনার আর কোন ফেসবুক প্রোফাইল নেই তাই সবাইকে এই একাউন্ট সংযুক্ত হওয়ার আহ্বান জানান।

You might also like